ঘুষ চাওয়ার অভিযোগে কাস্টমস কর্মকর্তাকে ঘেরাও করে মারধর

0

 

হবিগঞ্জে প্রকাশ্যে বিপনী বিতানে ঢুকে ঘুষ চাওয়ার অভিযোগে কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট বিভাগের এক কর্মকর্তাকে ঘেরাও করে মারপিটের খবর পাওয়া গেছে।


আজ মঙ্গলবার (২৫ মার্চ) রাত সাড়ে ১২টায় হবিগঞ্জ জেলা শহরের ঘাটিয়াবাজারে এসডি প্লাজা নামে ওই দোকান তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর মডেল থানা পুলিশ। অভিযুক্ত শামীম আল মামুন কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট বিভাগ হবিগঞ্জ আঞ্চলিক কার্যালয়ের পরিদর্শক পদে কর্মরত।

সরেজমিনে দেখা যায়, সোমবার (২৪ মার্চ) রাত সাড়ে ১১টার দিকে এসডি প্লাজার সামনে ঘাটিয়াবাজারের কয়েকশো ব্যবসায়ী, কর্মচারী ও ক্রেতা ওই কর্মকর্তাকে ঘেরাও করে রেখেছেন।

উত্তেজিতরা ভুয়া, ভুয়া স্লোগান দিয়ে তাকে মারধরের চেষ্টা করেন। পরে থানার পুলিশ ও ব্যবসায়ী নেতারা গিয়ে তাকে ঘিরে ধরে নিরাপত্তা দেন। তাকে পুলিশের পিকআপ ভ্যানে তোলে নেওয়ার সময় কয়েকজন উত্তেজিত লোক চড়-থাপ্পড় দিতে থাকেন। খবর পেয়ে ঘটনাস্থলে আসেন কাস্টমসের ঊর্ধ্বতন কর্মকর্তারাও।

দোকান মালিকের ছেলে শুভ দাশ জানান, শামীম আল মামুন এক সপ্তাহ আগে এসডি প্লাজায় একা গিয়ে কাগজপত্র খতিয়ে দেখেন। এরপর বিভিন্ন ধারায় মামলা দায়েরের হুমকি দিয়ে ৫ লাখ টাকা চাঁদা দাবি করন। সেদিন টাকা দেওয়া হয়নি। পরে সোমবার রাতে আরেক দফায় দোকানটিতে গিয়ে ঘুষের টাকার জন্য চাপ দেন।


এ সময় দোকানের লোকজন ও কাস্টমস কর্মকর্তার মধ্যে উত্তেজনা দেখা দিলে কয়েক শো লোক এগিয়ে এসে তাকে ঘেরাও করে রাখেন। পরে পুলিশ তাকে উদ্ধার করে।

পুলিশ হেফাজতে থাকা কাস্টমস কর্মকর্তা শামীম আল মামুন জানান, ঘুষ চাওয়ার বিষয়টি মিথ্যা। তিনি দায়িত্ব পালনে এসডি প্লাজায় গিয়েছিলেন।


হবিগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার মো. শহিদুল হক মুন্সী বলেন, ‘ব্যবসায়ী ও কাস্টমস কর্মকর্তা দুইপক্ষ বিপরীতমুখী বক্তব্য দিচ্ছেন।

Post a Comment

0Comments
Post a Comment (0)
To Top