অবশেষে ভারতের লোকসভায় পাস হলো ওয়াকফ বিল, রাজ্যসভায় উঠছে আজ

News
0


 ভারতের লোকসভায় অবশেষে পাস হয়েছে বিতর্কিত ওয়াকফ বিল। ১২ ঘণ্টার দীর্ঘ বিতর্কের পর পাস হয় বিলটি। এর পক্ষে ভোট পড়ে ২৮৮টি। আর বিপক্ষে ভোট দেয় ২৩২ জন সদস্য। বৃহস্পতিবার (৩ এপ্রিল) রাজ্যসভায় পেশ করা হবে ওয়াকফ বিল। 

এনডিটিভির প্রতিবেদন অনুযায়ী, বুধবার মুসলিম ও বিরোধীদের আপত্তির মুখে ভারতের পার্লামেন্টে ওয়াকফ বিল পেশ করে বিজেপি সরকার। শরিকদের সমর্থন নিশ্চিত করেই পেশ করা হয় সংশোধনী বিল।

তবে বিলবিরোধী অবস্থান নেয় বিরোধী শিবির। তাদের দাবি এই বিল সংবিধানের পরিপন্থী।


ভারতে রেল ও সেনাবাহিনীর পরই সবচেয়ে বেশি সম্পত্তি রয়েছে ওয়াকফের আওতায়। নতুন ওয়াকফ আইনে সেই সম্পত্তির ওপরে সরকার এবার সরাসরি হস্তক্ষেপ করতে পারবে বলে মনে করছেন মুসলিমরা। পাশাপাশি, বিরোধীর বক্তব্য ছিল ওয়াকফ বিল সরাসরি মুসলিমদের ধর্মীয় স্বাধীনতার ওপরে হস্তক্ষেপ।

Post a Comment

0Comments
Post a Comment (0)
To Top