‘এক বয়ফ্রেন্ড টাকা পাঠিয়েছে, আরেকজন আসছে কিনে দিতে’

News
0
‘এক বয়ফ্রেন্ড টাকা পাঠিয়েছে, আরেকজন আসছে কিনে দিতে’

পবিত্র ঈদুল ফিতরের বাকি হাতেগোনা কয়েকদিন। এরমধ্যে ঈদকে ঘিরে জমে উঠেছে কেনাকাটা। রাজধানীর শপিংমলগুলোতে ভিড় করছেন তরুণ-তরুণীরাও। 

ঈদ কেনাকাটা কেমন হলো সাংবাদিকের এমন প্রশ্নের মুখোমুখি হয়েছে অনেকেই। এরমধ্যে এক তরুণীর জবাব, আমি নিজের টাকা দিয়ে কোনো কিছুই কিনি না। আমার বয়ফ্রেন্ডের টাকায় কেনাকাটা করতে এসেছি। এক বয়ফ্রেন্ড লন্ডন থেকে টাকা পাঠিয়েছে, আরেক বয়ফ্রেন্ড আসছে কিনে দিতে।

সম্প্রতি একটি গণমাধ্যমে এমন বক্তব্য দিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হন ওই তরুণী।

এবার ঈদে কেনাকাটার বাজেট কত টাকা- এমন প্রশ্নের জবাবে ওই তরুণী বলেন, সেদিনও বসুন্ধরা থেকে শপিং করেছি। এখনও অনেকদিন সময় আছে। অনেক কিছুই কেনাকাটার বাকি আছে, করবো। আমি নিজের টাকা দিয়ে কোনো কিছুই কিনি না। আমার বয়ফ্রেন্ডের টাকায় কেনাকাটা করতে এসেছি। সবসময়ই কিনি। বয়ফ্রেন্ড তো একটা না। অনেকগুলো। একটু পর আমার একজন বয়ফ্রেন্ড আসবে এখানে। আজকে ৫০ হাজার নিয়ে এসেছি।
তিনি আরও বলেন, আমার বয়ফ্রেন্ড এখন লন্ডনে আছে। কালকেও আমাকে এক লাখ টাকা পাঠিয়েছে। সবার সাথে রিলেশন কন্টিনিউ করি না। তবে যে ইউকে-তে থাকে তার সঙ্গে এক বছর। তিনি আমাকে প্রতিদিন হাত খরচের টাকা চাইলেই দিচ্ছেন। আজকে আপুকে নিয়ে এসেছি। পাকিস্তানি ড্রেস অলরেডি তিনটা নেওয়া শেষ।
আরেক প্রশ্নের জবাবে ওই তরুণী বলেন, আমি তো দেখতে শুনতে মাশাআল্লাহ্! আগের বয়ফ্রেন্ডের সাথে ব্রেকআপ করার পর আমার রিলেশন এক সপ্তাহের বেশি থাকে না। আর কোনো বয়ফ্রেন্ডও সপ্তাহের বেশি থাকে না। কেন থাকে না আমি জানি না। বাজেট বেশি নেওয়ার কারণে কি না। বাজেটের ভয়েও পালাইতে পারে।

Post a Comment

0Comments
Post a Comment (0)
To Top